দারুণ রোমাঞ্চ ছড়াল দুই ছোট দলের ম্যাচ। আর তাতে নাটকীয়তার পর সংযুক্ত আরব আমিরাতকে ২ উইকেটে হারাল আয়ারল্যান্ড। বিশ্বকাপে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
ব্রিসবেনের গ্যাবায় বুধবার টস হেরে ব্যাট করতে নামে আরব আমিরাত। তারা ৯ উইকেট হারিয়ে তুলে ২৭৮ রান। আরব আমিরাতের আমজাদ জাভেদ ও শাইমান আনোয়ার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সপ্তম উইকেটে রেকর্ড রান করেন । দুজন মিলে করেন ১০৭ রান। জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে লক্ষ্য পৌছে যায় আইরিশরা।
অবশ্য এক পর্যায়ে মনে হচ্ছিল আমিরাত সহজেই জিততে যাচ্ছে। কিন্তু অভিজ্ঞতার কাছে হেরে গেল তারা।
- আরব আমিরাত: ২৭৮/৯, ৫০ ওভার
- আয়ারল্যান্ড: ২৭৯/৮, ৪৯.২ ওভার
Discussion about this post