সিরিজে এখন ১-১ সমতা। ১২ অক্টোবর চট্টগ্রামে যারা জিতবে সিরিজ তাদেরই। সেই ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসে ভরপুর গোটা বাংলাদেশ শিবির। তবে প্রথম দুই ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন একজন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই দলে স্পিনার মোশাররফ হোসেন রুবেলের জায়গায় দলে ঢুকেছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। সোমবার ঘোষিত ১৪ সদস্যের এই দলে একটি পরিবর্তন ছাড়া বাকি স্কোয়াড রয়েছে অপরিবর্তিত। প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জ তারকা মোশাররফ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন এবং তাসকিন আহমেদ।
Discussion about this post