ভারত সফর শেষ হতেই শুরু হয়ে গেছে নতুন আরেক মিশনের পরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে মুশফিব-মাশরাফিরা। সেই সফরের সূচিও প্রকাশিত হয়েছে। যদিও সেটা পরিবর্তনের ইঙ্গিত আছে। এদিকে টাইগারদের দল ঘোষণাটা বাকী। শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের দল নির্বাচন করার কাজে নেমে পড়েছেন নির্বাচক কমিটির সদস্যরা।
এনিয়ে বুধবারই মিনহাজুল আবেদীন নান্নু স্পষ্ট জানিয়ে রাখলেন, ‘শুনতে পেরেছি সফরসূচি রদবদল হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক খবর পাইনি। তাই আমি আগের মতো টেস্ট প্রথমে ধরেই দল নির্বাচনের কথা ভাবতে শুরু করেছি’
শ্রীলংকা সফরকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি পর্ব শুরু করতে পারে বাংলাদেশ। এ জন্য ২১ ফেব্রুয়ারি দল ঘোষণা হতে পারে। প্রধান নির্বাচক জানালেন,‘২১ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণার কথা চিন্তা করছি। সব কিছু ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে। তিন দিনের প্রস্তুতি শেষে ২৭ ফেব্রুয়ারি দল যাবে শ্রীলঙ্কায়’
তবে সফরসূচি বদলালে দল ঘোষণাও পিছিয়ে যেতে পারে! মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।
Discussion about this post