ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ইনিংসেই আক্ষেপে মাঠ ছেড়েছেন তিনি। মাত্র ৮ রানের জন্য দেখা মিলেনি শতরানের। কিন্তু এবার ঠিকই সেঞ্চুরি হাঁকালেন নাঈম ইসলাম। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ ও শেষ দিনে রংপুরের এই ব্যাটসম্যান করেন শতরান। তবে ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন না ফজলে মাহমুদ।
মজার ব্যাপার হল-এই রান উৎসবের কারণেই বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনে গিয়ে শেষ হয় দুই দলের প্রথম ইনিংস। প্রথম স্তরে বরিশাল ও রংপুরের ম্যাচটি ড্র হয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫ উইকেটে ৩৮৪ রান নিয়ে দিন শুরু করে বরিশাল। ফজলে মাহমুদ অবশ্য একাই লড়েছেন। ৪৫৮ পর্যন্ত দলকে টেনেছেন তিনি। ৪২৪ বলে ১৯৫ রানের দারুন এক ইনিংস খেলেন তিনি। যা তার ক্যারিয়ারেরও সেরা।
১ম ইনিংসে ৪৪ রানের লিড পেয়ে ২য় ইনিংসে নামে রংপুর। নাঈম ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি পেতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক। তবে ম্যাচসেরা ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা আরিফুল হক।
সংক্ষিপ্ত স্কোর:-
রংপুর ১ম ইনিংস: ৫০২/১০ ও রংপুর ২য় ইনিংস: ৫৪.২ ওভারে ১৬৪/২ (জাভেদ ৭, মোসাদ্দেক ১, মাহমুদুল ৫৩*, নাঈম ১০০*; রাব্বি ১/১২, সোহাগ ১/৪৫)
বরিশাল ১ম ইনিংস: ১৪৫.২ ওভারে ৪৫৮ (শাহরিয়ার ২৪, রাফসান ৫৯, মাহমুদ ১৯৫, আল আমিন জুনিয়র ১২, সালমান ১১, সোহাগ ১২৮, নুরুজ্জামান ১২; শুভাশীষ ২/৫৬, সাজেদুল ২/৬২, মাহমুদুল ৪/৭১, আরিফুল ১/৩৫, শুভ ১/৭৪)
ফল: ড্র
ম্যাচসেরা: আরিফুল হক
Discussion about this post