প্রথম ওয়ানডেতে ব্যর্থতা ভুলে এবার জয়ের মঞ্চে ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে দাপুটে ৩–০ ব্যবধানে জয় পেয়ে ওয়ানডেতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটের হার হতাশ করেছে সমর্থকদের।
প্রথম ম্যাচে হারের পরও শান্ত ও আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ‘দল এখনও লড়াইয়ের মনোভাবে আছে, আমাদের সুযোগ ছিল, ভুল করেছি, এখনই সেটা ঠিক করার সময়। যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’ মিরাজের বিশ্বাস, ‘এই উইকেটে আমরা কমপক্ষে ৪০ রান কম করেছি। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে, ইনশাল্লাহ।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে ১১টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, ৯টি আফগানিস্তান।
Discussion about this post