বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। বছর জুড়েই থাকবে আন্তর্জাতিক ক্রিকেট। ম্যাচ নেই-বলে যে আক্ষেপ ছিল সেটাও এবার দুর হবে! আইসিসির নতুন ভবিষ্যত সফর সূচি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম-এফটিপি) অনুমোদন পেয়ে গেলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৯ খেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পাবে মোট ৩৫টি টেস্ট।
গত ৭ ও ৮ ডিসেম্বর সিঙ্গাপুরে আইসিসির কর্মশালায় ভবিষ্যত সূচির একটি । কর্মশালায় ছিলেন বিসিবির প্রধান নির্বাহী ও ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার। এখন এই সূচিপাঠানো হবে আগামী ফেব্রুয়ারিতে আইসিসি প্রধান নির্বাহীদের সভায়। তখন অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে আইসিসি বোর্ড সভায়। যা হবে আগামী জুনে।
আইসিসির চলতি ভবিষ্যত সূচিতে ৩৩ টেস্ট রয়েছে বাংলাদেশের। নতুন সূচি অনুযায়ী দুটি টেস্ট বেশি থাকবে। নতুন সূচি অনুযায়ী টাইগারদের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল ভারত (৩৭টি), ইংল্যান্ড (৪৬টি) ও অস্ট্রেলিয়া (৪০টি)। ২৯ টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ২৮টি নিউ জিল্যান্ড, ৩২টি দক্ষিণ আফ্রিকা, ২৯টি শ্রীলঙ্কা, ২৮টি পাকিস্তান, ১৭টি জিম্বাবুয়ে। টেস্ট পরিবারের নতুন দুই সদস্য আয়ারল্যান্ড খেলবে ১৬ টেস্ট, আফগানিস্তানের আছে ১৩টি টেস্ট।
সুখবর হল-নতুন সূচিতে ২০১৯-২০ সালে ভারতে টেস্ট ও ওয়ানডের পূর্নাঙ্গ সফর রয়েছে বাংলাদেশের। এছাড়া ২০২২-২৩ মৌসুমে ফিরতি সফরে বাংলাদেশে আসবে ভারতীয় দল।
Discussion about this post