অলিম্পিক ভবনে আয়োজিত বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বেশ প্রাণবন্ত সময় কাটিয়েছেন নুরুল হাসান সোহান। ৩২ দলের বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্টের লটারির অনুষ্ঠানে উপস্থিত হয়ে মজার ছলে দেওয়া তার মন্তব্যে বারবার হাসির রোল পড়ে যায়।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘চেষ্টা করব যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি। কারণ, আপনারা আমাদের সবসময় ভুল ধরেন। একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব। তো এটা হলে অবশ্যই ভালো লাগবে মাঠে এসে খেলা দেখতে পারলে। একই সঙ্গে আমার কাছে মনে হয় খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে এবং আমার কাছে মনে হয় যে খেলার ভেতরে থাকলে আমাদের সবার আসলে মানে মন থেকেও খুশি লাগে। তো আমার কাছে মনে হয় যে এমন উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশা আল্লাহ।’
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত একটি বছর শেষ করেছে বাংলাদেশ দল। ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শেষ হয় এ বছরের আন্তর্জাতিক সূচি। তিন সংস্করণ মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ত সময় কাটিয়েছেন সোহানরা। বিপিএল শুরুর আগে চলমান স্কিল ক্যাম্পকে তাই গুরুত্বপূর্ণ বলেই দেখছেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের অনেক ব্যস্ত সূচি ছিল। এ ধরনের ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭-৮ দিন ধরে যে কাজটা আমরা করছি, সেটা অনেক উপকার করবে। বিপিএলের আগে এটুকু সময়ই আছে। বিপিএল শেষ হতে না হতেই বিশ্বকাপ। সবাই ব্যস্ত হয়ে যাবে। যেসব জায়গায় উন্নতি করতে হবে, স্কিল ক্যাম্পে সেগুলো নিয়ে কাজ হচ্ছে।’
মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের আলোচনা থাকলেও আসন্ন বিপিএলে ভালো উইকেট দেখার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি বলেন, ‘গত বছর ভালো ছিল উইকেট। বিসিবিও ভালো উইকেট তৈরি করতে চায়। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে ভালো উইকেট বানানো কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় ভালোই থাকবে উইকেট।’
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। দলটিতে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও শুধু নামের ওপর ভরসা করতে নারাজ তিনি। এ প্রসঙ্গে সোহান বলেন, ‘বড় নাম দিয়ে কিছু হবে না। মাঠে পারফর্ম করতে হবে। সব সময় ভালো দল করে রংপুর। ফাইনাল খেলতে চেষ্টা করে। সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে।’
২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন লিটন দাস ও নুরুল হাসান সোহানরা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ।










Discussion about this post