সহজেই রক্ষা পাচ্ছেন না বল টেম্পারিংয়ে অভিযুক্ত তিন ক্রিকেটার। এরইমধ্যে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যাচ্ছেন তারা।
জানা গেছে অজি ক্রিকেট কর্তাদের তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন স্মিথ, ওয়ার্নার আর ব্যানক্রফট। আচরণ বিধি ভাঙ্গায় এ ৩ ক্রিকেটার বুধবারই দক্ষিণ আফ্রিকা ছাড়বেন বলে জানা গেছে। তাদের জায়গায় দলে ঢুকবেন ম্যাট রেনশ, জো বার্নস আর গ্লেন ম্যাক্সওয়েল।
তদন্তে জানা গেছে- শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট বল টেম্পারিংয়ের পরিকল্পনায় জড়িয়ে ছিলেন। তবে স্মিথ জানান, লিডারশিপ গ্রুপ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নেন।
এরপরই চটজলদি চতুর্থ আর শেষ টেস্টের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্মিথকে। টিম পেইনকে এরইমধ্যে করা হয়েছে অজিদের ইতিহাসে ৪৬তম টেস্ট অধিনায়ক।
আইসিসি এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্মিথকে। ব্যানক্রফট পান তিনটি ডিমেরিট পয়েন্ট। ধারনা করা হচ্ছে স্মিথ, ওয়ার্নার আর ব্যানক্রফট এই তিন ক্রিকেটার এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন।
বলা দরকার, কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে টিভি ফুটেজ থেকে টেম্পারিং বিতর্কের শুরু। টিভিতে দেখা যায় পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষতে চান ব্যানক্রফট। পরে সেটি লুকিয়ে ফেলেন ট্রাউজারে। এরপর অবশ্য তারা সেই কাণ্ডের কথা স্বীকার করে নেন।
Discussion about this post