বৃষ্টির কান্নায় শেষ অব্ধি লড়তেই পারলো না বাংলাদেশ! যদিও সর্বনাশ হয়ে গিয়েছিলো আগেই। হতাশাজনক ব্যাটিং এর পর ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে ছিল, মানে তামিম ইকবালের বাংলাদেশের হার।
বর্ষায় ক্রিকেট, ওয়ানডে সিরিজে বৃষ্টির শঙ্কা ছিলই। বুধবার চট্টগ্রামের মাঠে প্রথম ম্যাচেই হানা দিয়েছে তিন বার। প্রথম দফায় তেমন সমস্যা না হলেও পরের দুবারে ম্যাচ থেকে লড়াই থেকে বাংলাদেশ ছিটকে যায়। শেষ পর্যন্ত দারুণ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে সফরকারি আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে জিতল আফগানরা। দফায় দফায় বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ তুলে ৯ উইকেটে ১৬৯।
এরপর আফগানিস্তানের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের। রান তাড়ায় ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে অতিথি দল ৮৩ রান করার পর ফের নামে বৃষ্টি। ঘণ্টাখানেক অপেক্ষা করেও আর খেলা শুরু করা যায়নি। জয়ী ঘোষণা করা হয় আফগানিস্তান দলকে।
রাত ১১টা পর্যন্ত ছিল ম্যাচের কাটআউট টাইম। এর আগে বৃষ্টি থামলে ৭.২ ওভারে ২৮ রান দরকার হতো আফগানদের। পুরো দিনের মতো শেষ কাজটা তাদের জন্য সহজ হওয়ার কথা। কিন্তু বৃষ্টি থামার সম্ভাবনা না দেখায় ২০ মিনিট আগে ম্যাচ রেফারী জাভাগাল শ্রীনাথ আফগানিস্তানকে জয়ী ঘোষণা করেন।
বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার। লড়াই ফিরতে সেই ম্যাচে জয় চাই টাইগারদের!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯ (তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৫, হদয় ৫১, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৫, তাসকিন ৭, হাসান ৮*, মুস্তাফিজ ৩*; ফারুকি ৮.৪-১-২৪-৩, সালিম ৪.২-০-৩৬-০, ওমারজাই ৬-০-৩৯-১, মুজিব ৯-১-২৩-৩, নবি ৬-০-২৫-১, রশিদ ৯-০-২১-২)।
আফগানিস্তান: (লক্ষ্য ৪৩ ওভারে ১৬৪) ২১.৪ ওভারে ৮৩/২ (গুরবাজ ২২, ইব্রাহিম ৪১*, রহমত ৮, শাহিদি ৯*; হাসান ৭-০-৩৬-০, মুস্তাফিজ ৪-০-১০-০, তাসকিন ৫.৪-০-২৬-১, সাকিব ৫-১-৯-১)।
ফল: ডাকওয়ার্থ লুইস মেথডে আফগানিস্তান ১৭ রানে জয়ী
Discussion about this post