ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের ঘোষণা দেন। এরপরই প্রশ্ন উঠেছে-লকডাউনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের কার্যক্রম চলবে কিভাবে?
রোববার, ৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের মধ্যকার সিরিজ। সেই কী আদৌ হবে!
এর আগেই গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। পরিস্থিতি ঠিক হলেই ফের শুরু হবে প্রথম শ্রেণির এই আসর। তবে লকডাউনেও চলবে মেয়েদের ক্রিকেট। রোববার থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ।
এই সিরিজ যথারীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে লড়াই। জৈব সুরক্ষা বলয়ে সিরিজটি অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী বোর্ড। বাকি ম্যাচগুলো নিয়েও এখনই শঙ্কার কিছু দেখছে না তারা।
গণমাধ্যমে বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত= সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়ো-বাবল সিকিউরিটির মধ্যে আছে। আগামীকাল রোববার আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।’
পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। প্রথম ওয়ানডে রোববার। বাকি ম্যাচগুলোযথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই হবে সিলেটে।
Discussion about this post