ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারটির নাম কি?
-উত্তর অবশ্য সবারই জানা, মুশফিকুর রহিম।
নিজেকে ছাড়িয়ে যেতে পরিশ্রমের কোন কমতিই রাখেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। অনুশীলনে সবার আগে হাজির। আবার ছুটির দিনেও ছুটে আসেন মাঠে। সেই মুশফিকুর রহিম এবার পা রাখলেন নতুন এক উচ্চতায়। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন মাইলফলকে পা রাখেন। তারপরই ড্রেসিং রুমে কেক কেটে সতীর্থদের নিয়ে একসঙ্গেই উদযাপন করেন মাইলফলক।
এই সিরিজে দুই রেকর্ড গড়েন মুশি। একটিতে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান তিনি। আরেকটিতে স্পর্শ করেন মাশরাফিকে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল মুশফিকের ২১৯তম ওয়ানডে। সেদিনই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড গড়েন। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড ছিল মাশরাফির।
এরমধ্যে বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচ খেলেন ২২০টি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেন এশিয়া একাদশের হয়ে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে যায় মুশির। বাংলাদেশি কোনও ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মুশি-ম্যাশের।
সিরিজ জয়ের পর শুক্রবার ড্রেসিং রুমে কেক কেটে সতীর্থদের সঙ্গে অর্জনের আনন্দ ভাগাভাগি করেন মুশফিক। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কাটে আনন্দমুখর সময়। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরাও মেতে ছিলেন আনন্দে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে মুশফিক লিখেন, ‘আমার সব সতীর্থকে ধন্যবাদ এভাবে চমৎকার আয়োজনে আমাকে শুভেচ্ছা জানানোয়। কিংবদন্তি মাশরাফি ভাইকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার জন্য এই আয়োজন।’
মাহমুদউল্লাহ ড্রেসিং রুমে মুশফিকের সঙ্গে একটি ছবি ফেসকুকে দিয়ে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২২০তম ম্যাচের জন্য অনেক অভিনন্দন ভাই আমার। তোমার পরিশ্রম ও নিবেদন অনেক ক্রিকেটারের জন্যই প্রেরণার। স্রষ্টা যেন তোমাকে এগিয়ে নিয়ে যায় আরও অনেক অর্জনের পথে।’
এমন অর্জনে অভিনন্দন জানানোই যায় মুশফিককে!
Alhamdulillah and Thanks to all my team mates for the wonderful gesture… this is the highest number of odi appearances so far for Bangladesh passing the legend MASHRAFE VAI-MR15 😇😇😇 pic.twitter.com/jwVs4vUJ5v
— Mushfiqur Rahim (@mushfiqur15) January 22, 2021
Discussion about this post