ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চকর নাকি রুদ্ধশ্বাস ছড়ানো এক ম্যাচ?
দুটোই! অনেক দিন পর হারতে হারতে জিতে গেল বাংলাদেশ। শেষ ওভারে আফগানিস্তানের দরকার মাত্র ৮ রান। হাতে ৪ উইকেট। সেই দলটাকেই কীনা মুস্তাফিজুর রহমান হারিয়ে দিলেন তার ম্যাজিক বোলিংয়ে।
উত্তেজনায় ঠাসা শেষ ওভারে দ্য ফিজ দিলেন মাত্র ৫ রান। আর ৩ রানে জিতল বাংলাদেশ। শেষ বলে এসে ধরা দিল দারুণ এক জয়!
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ২৪৯ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান তুলে ২৪৬ রান। এই হারে ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল আফগানদের।
সুপার ফোরের এই জয়ে টাইগারদের এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে থাকল। এবার প্রতিপক্ষ পাকিস্তান। তাদের হারাতে পারলেই ২৮ সেপ্টেম্বর ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ।
সরফরাজদের বিপক্ষে বুধবারের সুপার ফোরের শেষ ম্যাচটি এখন অলিখিত ‘সেমি-ফাইনাল’।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার টস জিতে প্রথমে বাট করতে নামে বাংলাদেশ। কিন্তু মোটেও শুরুটা ভাল ছিল না। চটজলদি ২ উইকেট হারালেও লিটন দাস, মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। কিন্তু এরপর ৫ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যান ও সাকিব আল হাসানকে হারিয়ে ফের চাপে পড়ে দল।
তখনই ইমরুল-রিয়াদ হাল ধরেন। সপ্তম উইকেটে তাদের রেকর্ড গড়া ১২৮ রানের জুটিতে বাংলাদেশ ফিরে লড়াইয়ে। শেষ অব্দি ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ রান তুলে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আফগানদের।
৮৯ বলে ৭২ রানে অপরাজিত থাকেন ইমরুল। এর আগে মাহমুদউল্লাহ করেন ৭৪ রান। মুশফিক ৩৩ রান ফিরে গেলেও একটা মাইলফলক স্পর্শ করেন। ওয়ানডেতে দেশের তৃতিয় ব্যাটসম্যান হিসেবে করেন ৫ হাজার রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৯/৭ (লিটন ৪১, শান্ত ৬, মিঠুন ১, মুশফিক ৩৩, সাকিব ০, ইমরুল ৭২*, মাহমুদউল্লাহ ৭৪, মাশরাফি ১০, মিরাজ ৫*; আফাতাব ৩/৫৪, মুজিব ১/৩৫, গুলবদিন ০/৫৮, নবি ০/৪৪, রশিদ ১/৪৬, সামিউল্লাহ ০/৯)
আফগানিস্তান: ৫০ ওভারে ২৪৬/৭ (শাহজাদ ৫৩, ইহসানউল্লাহ ৮, রহমত ১, হাশমতউল্লাহ ৭১, আসগর ৩৯, নবি ৩৮, সামিউল্লাহ ২৩*, রশিদ ৫, গুলবদিন ০*; মাশরাফি ২/৬২, নাজমুল ০/২৯, মুস্তাফিজ ২/৪৪, মিরাজ ০/৩৬, সাকিব ১/৫৫, মাহমুদউল্লাহ ১/১৭)
ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post