ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চেলতি মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন সুরেশ রায়না। তবে ঘরোয়া লিগ থেকে এখনই সরে দাড়াচ্ছেন না তিনি। এজন্য এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাখির চোখ করে ছিলেন এ বামহাতি ব্যাটসম্যান। এজন্য কয়েকদিনই আগেই চেন্নাই সুপার কিংসের হয়ে আরব আমিরাতে পাড়ি দিয়েছেন এ তারকা। কিন্তু শনিবার দলটির সিইও কাসি বিশ্বনাথ জানিয়েছেন, আইপিএলের পুরো আসরেই সুরেশ রায়নাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটসম্যান।
কাসি বিশ্বনাথ শনিবার এক টুইটে রায়নাকে আসন্ন আসরে না পাওয়ার খবর নিশ্চিত করেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’
এরআগে করোনাভাইরাস পরীক্ষার পর গত বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের রিপোর্ট পজিটিভ বলে খবর আসে। ভারতীয় গণমাধ্যম জানায়, এদের একজন ভারতীয় ক্রিকেটার বাকিরা নেট বোলার ও সাপোর্ট স্টাফ।
Discussion about this post