শ্রীলঙ্কার বিপক্ষে তার কৌশলেই টেস্ট সিরিজে খেলেছে বাংলাদেশ। কিন্তু ঢাকা টেস্টে দল হেরেছে বাজেভাবে। আড়াই দিনের সেই হারের পর এখন সংগতভাবেই সমালোচিত হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তিনিই যে দলের টেকনিক্যাল ডিরেক্টর। আদতে যা কোচের মতোই পদ। তবে সমালোচনাকে ঠিকভাবে নেননি সুজন। তিনি ভীষণ ক্ষুব্ধ ।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘এত বছর ধরে আমি কাজ করছি, সবসময় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করেছি। আমার কেনো স্বার্থ নেই। ক্রিকেট বোর্ডে থাকাটাও আমার কোনো স্বার্থের ব্যাপার নয়। আমি সত্যি বলতে আগ্রহী নই (দায়িত্ব চালিয়ে যেতে)।’
এখানেই শেষ নয়, আরো বলেন, ‘আমি হয়ত বাংলাদেশের জন্য ভালো কিছু করছি না। যদি ভালো কিছু না করি, তাহলে এখানে থাকার দরকার কী!আমি এখানে কোনো স্বার্থের জন্য আসিনি। কিছু দরকার নেই আমার। আমি খুব ভালো আছি। খুব সুখী আছি। যা চাকরি করি, যতটুক পাই, খুব ভালো আছি।’
সাবেক এই ক্রিকেটার যিনি এখন মহা ক্ষমতাধর কর্মকর্তা বনে গেছেন। তিনি ঢাকা টেস্টে হারের পর রাস্তায় অপদস্ত হওয়ার আশঙ্কায়ও আছেন। সরামবার বলেন, ‘আমি সুজন এত বছর যা করেছি, কখনও শুনিনি ভালো কিছু করেছি। শুধু শুনি খারাপই করেছি। সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়া, আজকে এমনও শুনি যে রাস্তায় গেলে নাকি মারও খেতে হতে পারে। ক্রিকেট খেলার জন্য রাস্তায় মার খেতে হলে তো খুব বিব্রতকর ব্যাপার।’
Discussion about this post