এখন সত্যিকার অর্থেই আক্ষেপে পুড়ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তরা। বড় দেরিতে ফর্মে ফিরল দলটি। টানা তিন জয় তুলে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে উঠার সম্ভাবনা সামান্য হলেও টিকিয়ে রাখল। আগে একটানা হারের বৃত্তে না থাকলে ভিন্ন কিছু হতে পারতো। এইতো শুক্রবার ছুটির দিনে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারাল মাশরাফির কুমিল্লা। ব্যাটে-বলে ম্যাজিক দেখালেন তিনি।
মিরপুর শেরে-ই-বাংলায় গতকাল টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়ান্সরা। মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে মাত্র ১৪১ রানে থামে খুলনার ইনিংস। ম্যাশ চোট নিয়ে ৪ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট।
জবাবে মারলন স্যামুয়েলসের অপরাজিত ৫৭ বলে ৫৯ ও মাশরাফির ১১ বলে ২০ রানে ভর করে ৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে কুমিল্লা। দলটির এখনো একটি ম্যাচ বাকি। অথচ প্রথম আট ম্যাচে দলটি জিতেছিল মাত্র একটি। এরপর টানা তিন ম্যাচ জয়।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৪১/৬ (ওয়েসেলস ৪, হাসানুজ্জামান ২৯, মজিদ ১৮, মাহমুদউল্লাহ ৪০*, পুরান ১৪, আরিফুল ১৩, শুভাগত ১, হাওয়েল ১২*; শরীফ ১/২৭, সাইফুদ্দিন ১/৩১, নাবিল ০/৩০, রশিদ ১/৩৩, মাশরাফি ৩/১৬)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮.৪ ওভারে ১৪২/৫ (ইমরুল ২০, শেহজাদ ০, স্যামুয়েলস ৬৯*, লতিফ ৩, মাশরাফি ২০, শান্ত ৪, লিটন ২৪*; জুনাইদ ১/২৪, মোশাররফ ১/২১, শফিউল ১/৪৬, হাওয়েল ২/২৫, মাহমুদউল্লাহ ০/২৫)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মারলন স্যামুয়েল
Discussion about this post