করোনা কালেও ব্যস্ত ক্রিকেট সূচি বাংলাদেশের। এখন দল ব্যস্ত বিপিএলে। এরপর আফগানিস্তানের সঙ্গে দেশের মাঠে সিরিজ। এই মিশন শেষেই বাংলাদেশ দল প্রস্তুত হবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য। টাইগাররা আগামী মার্চ-এপ্রিলে দুটি টেস্ট খেলবে ডারবান ও পোর্ট এলিজাবেথে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ এই সিরিজ। যা ঠিক ছিল আগেই। বুধবার চূড়ান্ত হলো ভেন্যু। সফরে আগামী মার্চের দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ এবার হবে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী ও মূল ভেন্যুগুলোতে।
আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে ফের সেঞ্চুরিয়নে। এই সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩১ মার্চ। ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্ট শুরু, ৮ এপ্রিল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার সিরিজের সূচি-
ওয়ানডে
১৮ মার্চ ২০২২ : ১ম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ মার্চ ২০২২ : ২য় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ ২০২২ : ৩য় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
টেস্ট
৩১ মার্চ থেকে ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান
৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ
Discussion about this post