এরচেয়ে বাজে সফর বুঝি আর হতেই পারতো না। প্রথমে ওয়ানডে সিরিজে তিন ম্যাচের তিনটিতেই হার। এরপর টেস্ট সিরিজেও অসহায় আত্মসমর্পন। সঙ্গে আরো দুঃসংবাদ-এই সফরেই চাকিংয়ের অভিযোগ উঠেছে বাংলাদেশের দুই বোলার সোহাগ গাজী আর আল আমিনের বিরুদ্ধে।
সেই দুঃস্বপ্নের সফর শেষে শনিবার দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। ফিরেই বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম বললেন, ‘এখন দলের কম্বিনেশনে পরিবর্তন দরকার। দেখুন ফলাফল আসছে না। একারনেই আমাদের দলের কম্বিনেশনে একটু পরিবর্তন আনা দরকার।’
এই কথা বলে ভবিষ্যতে চোখ রাখলেন মুশফিক।
ক্যারিবিয় সফরে টেস্ট আর ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পেছনে কারণ কী ছিল? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশ্নটা উঠতেই ক্যাপ্টেন বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে চাইলে লম্বা সময় ধরে ভালো ক্রিকেট খেলতে হবে। কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল তা ঠিকঠাক পালন করতে পারিনি। বিশেষ ব্যাটিংয়ে অনেকটাই ব্যর্থ। সেট হয়েও ভুল করে গেছি।’
অধিনায়ক জানালেন, ‘এবার আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কথা ভাবা উচিত। সেখানে পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।’
হতাশ দলের ম্যানেজার হাবিবুল বাশারও। বলছিলেন, ‘দেখুন সবাই পরিশ্রম করছে। কিন্তু একই ভুল বারবারই হচ্ছে। যে পারফেরম্যান্স হয়েছে, আমরা কেউই তা আশা করিনি। কিছু কিছু ভুল আমরা বারবার করেছি। এ কারনেই এমন ব্যর্থতা।’
আসছে অক্টোবরে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেই মিশনের জন্য এবার প্রস্তুতির পালা ক্রিকেট দলের।
সফরে বাংলাদেশের ফলগুলোতে চলুন এক নজরে চোখ বুলিয়ে নেই-
প্রথম টেস্ট (কিংসটন)
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৪৮৪/৭ ডি. ও দ্বিতীয় ইনিংস ১৩/০।
বাংলাদেশ : প্রথম ইনিংস ১৮২/১০ ও দ্বিতীয় ইনিংস ৩১৪/১০ (ফলোঅন)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।
দ্বিতীয় টেস্ট (সেন্ট লুসিয়া)
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৩৮০/১০ ও দ্বিতীয় ইনিংস ২৬৯/৪ ডি.।
বাংলাদেশ : প্রথম ইনিংস ১৬১/১০ ও দ্বিতীয় ইনিংস ১৯২/১০ (টার্গেট ৪৮৯)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ২৯৬ রানে জয়ী।
টি-টুয়েন্টি (বাসেতেরে) : ম্যাচ পরিত্যক্ত।
প্রথম ওয়ানডে
বাংলাদেশ : ২১৭/৯ (৫০ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজ : ২১৯/৭ (৩৯.৪ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।
দ্বিতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৭/৭ (৫০ ওভার) ও বাংলাদেশ : ৭০/১০ (২৪.৪ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রানে জয়ী।
তৃতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ : ৩৩৮/৭ (৫০ ওভার) ও বাংলাদেশ : ২৪৭/৮ (৫০ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী।
Discussion about this post