বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছে সেই ১৯৯৯ সালে। কিন্তু সেঞ্চুরি টাইগারদের জন্য অধরা হয়েই থেকেছে। ২২টি হাফসেঞ্চুরি হলেও দেখা মিলেনি তিন অংকের ম্যাজিকেল ফিগার।
অবশেষে সোমবার মিলল শতরান। আর সেই সৌভাগ্যবান ব্যাটসম্যাটি মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে করলেন ১০৩ রান।
বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করা শতরানটি স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করলেন মাহমুদুল্লাহ ।
বাংলাদেশের ইনিংস শেষে হতেই তিনি জানালেন- ”এটি ছিল আমার জন্য বিশেষ ইনিংস। ইনিংসটি আমার স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করছি।”
এটি রিয়াদের ওয়ানডেতে ক্যারিয়ারের ব্যাক্তিগত সেরা ইনিংস। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন অপরাজিত ৮২ রান।
এমনিতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। এইতো গত ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৯৫ রান।
আর ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান তুলে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৮৯। জবাব দিতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড। ১৫ রানে জিতল বাংলাদেশ।
Discussion about this post