শচীন টেন্ডুলকারের সঙ্গে বন্ধুতাটা অনেক দিনের। তাইতো ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি বিদায় বেলায় ভুললেন না তার প্রিয় বন্ধুকে। ক্যারিয়ারের শেষ টেস্ট দেখার জন্য মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে লুৎফর রহমান বাদলকে আমন্ত্রণ জানিয়েছিলেন শচীন। স্মরনীয় ওই টেস্টে শচীনের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে গ্যালারিতে দেখা গেল গাজী ট্যাংক ক্রিকেটার্সের চেয়ারম্যানকেও ।
শচীনের শুভানুধ্যায়ীদের একজন হিসেবে বাংলাদেশ থেকে সৌভাগ্যবান হিসেবে আমন্ত্রণ পান একজনই, তিনি ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। কলকাতা এবং মুম্বাই টেস্ট দেখতে যান তিনি শচীনের আমন্ত্রণে। শুধু এটুকু নয়, মুম্বাইয়ে ক্যারিয়ারের শেষ টেস্টের পর শচীন বান্দ্রায় তার বাসভবনে সোমবার সকালে লুৎফর রহমান বাদলকে দাওয়াত করেন। দু’জনের মধ্যে সব আলোচনা ছাপিয়ে শচীনের অবসরের বিষয়টাই প্রাধান্য হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে ভক্ত-সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পাওয়া শচীন এ সময় আরেকবার বিশ্ব জুড়ে থাকা ক্রিকেট সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। যে ব্যাট দিয়ে শচীন তার ক্যারিয়ার জুড়ে ভক্ত-সমর্থকদের মোহিত করে রেখেছিলেন নিজের ব্যবহত সেই ব্যাটের ভান্ডার থেকে তিনি উপহারস্বরূপ লুৎফর রহমান বাদলকে একটি ব্যাট প্রদান করেন। সেই ব্যাটে শচীনের স্বাক্ষরসহ লেখা আছে-‘টু বাদল বেস্ট উইশেস’।
যেমনটা বলছিলেন বাংলাদেশের এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক-‘ক্রিকেট থেকে শচীনের এ বিদায়ে বাকিদের মতো আমিও ব্যথিত। মাঠে বসে তার মতো গ্রেট ব্যাটসম্যানের খেলা আর দেখতে পারব না, এটা ভাবতেই কষ্ট লাগে। ও সত্যিকার অর্থেই কিংবদন্তি ক্রিকেটার।’
ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংক ক্রিকেটার্সের নতুন নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। লুৎফর রহমান বাদল এ ক্লাবের চেয়ারম্যান। বাদল জানালেন-নতুন নামে ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার উপস্থিত থাকবেন বলে তাকে কথা দিয়েছেন।
এছাড়া বাদলের সম্পাদনায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট- www.cricbd24.com এখন প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। শচীন এ ওয়েবসাইটের উদ্বোধনে বাংলাদেশে আসতে পারেন বলে বাদল জানিয়েছেন।
শচীনের মুম্বাইয়ের বাসায় এ আমন্ত্রণে বাদলের সঙ্গে ছিলেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের যুগ্ম সাধারণ সম্পাদক আতিফ হাসান।
Discussion about this post