ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই বছর আগে চিকিৎসা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। সফল ব্রেন টিউমারে সফল অস্ত্রোপচারের পর ভার মুক্ত হয়েছিলেন মোশাররফ রুবেল। কিন্তু দুঃসময় যেন কাটছেই না জাতীয় দলের সাবেক এই স্পিনারের। ফের ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। পুরনো টিউমারই নতুন করে দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি জানিয়েছেন।
এর আগে প্রথমে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন রুবেল। তারপর সুস্থ হয়ে অনুশীলনেও ফিরেছিলেন। তারপর আক্রান্ত হন করোনাভাইরাসে। এই লড়াইয়ে জেতার পর ফের চুপসে যেতে হলো তাকে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার টিউমার আবারও দেখা দিয়েছে। আর সহ্য করতে পারছি না। এবার আমার নবম কেমোথেরাপি চলছে। আল্লাহ যেন সহায়তা করেন আমাকে। আপনাদের দোয়া কামনা করছি।’
এর আগে ২০১৯ সালের মার্চে প্রথমবার ব্রেন টিউমার ধরা পড়ে। তখন সবাই বাড়িয়ে দেন সহযোগিতার হাত। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করান তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার হয়। তখনই জানা যায় টিউমার গ্রেড তিনে ছিল। চার মাত্রার টিউমার হলেই তা ক্যান্সারে রূপ নিতো।
এরপর কেমোথেরাপি নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন রুবেল। কিন্তু ফের বিপাকে পড়লেন এই ক্রিকেটার।
জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে রুবেল নেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি ও ১৬টি হাফসঞ্চিুরিতে রান ৩৩০৫। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারের শেষ প্রান্তি দাঁড়িয়েছিলেন। কিন্তু তার আগেই চলে গেলেন মাঠের বাইরে।
Discussion about this post