টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে আসার পর এখন বাংলাদেশের দৃষ্টি টি-টোয়েন্টি ফরম্যাটে। টেস্টের দুই ম্যাচেই সহজ জয়ে দাপট দেখানো দলটি এবার মুখোমুখি হবে আইরিশদের সঙ্গে তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে। আজ বিসিবি ঘোষণা করেছে টি–টোয়েন্টি দল, যেখানে জায়গা পেয়েছেন নতুন ও পুরোনো দুই ধরনের মুখই।
দল ঘোষণার বড় খবর-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের প্রত্যাবর্তন। ইনজুরি আর ফর্মহীনতার ধাক্কা পেরিয়ে দীর্ঘদিন পর আবার জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে এলেন তিনি। আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়ে অপেক্ষায় থাকবেন অভিষেকের জন্য।
এর বিপরীতে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারী। তাসকিন বর্তমানে আবুধাবি টি–টোয়েন্টি ও পরে আইএল টি–টোয়েন্টিতে ব্যস্ত থাকায় এবার বিশ্রামে থাকছেন। শামীমকেও রাখা হয়নি এই সিরিজের পরিকল্পনায়। সব মিলিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে দুই পরিবর্তনেই নতুন চেহারা পেয়েছে দল।
এবার নতুন ভূমিকায় দেখা যাবে সাইফ হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে ওঠার লড়াইয়ের মাঝেই বিসিবি তাকে দিয়েছে সহ–অধিনায়কের দায়িত্ব। লিটন দাস অধিনায়ক থাকলেও সাইফের এই নতুন পদোন্নতি তাকে দলীয় শৃঙ্খলা ও পরিকল্পনায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করবে।
বাংলাদেশ–আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো মাঠে গড়াবে ২৭ এবং ২৯ নভেম্বর, আর শেষটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।










Discussion about this post