লিগের শেষ ম্যাচের জন্যই জমা রইল সব উত্তেজনা। সব প্রশ্নের সমাধান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এখন গাজী ট্যাংক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট এখন সমান ২০। বৃহস্পতিবার সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুদল। সেই ম্যাচে যে জিতবে-এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হবে তারাই। সেই ম্যাচের দিকেই তাকিয়ে এখন দেশের ক্রিকেটামোদিরা।
সোমবার বিকেএসপিতে সুপার সিক্সের লড়াইয়ে মোহামেডানের কাছে ৫৪ রানে হেরে যায় গাজী ট্যাংক ক্রিকেটার্স। সুপার সিক্সে এটা গাজী ট্যাংকের প্রথম হার। অন্যদিকে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর ১৫ রানে জয় পায় কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপিতে টসে হেরে ব্যাটিং করতে নামা মোহামেডান ৬ উইকেটে ২৬৮ রানের বড় স্কোর গড়ে। শুরুটা রয়েসয়ে করলেও শেষের ১০ ওভারে মোহামেডান মারকুটো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর দাড় করায়। এমনিতেই আড়াই’শ ছাড়ানো স্কোর। তারপরও আবার গাজী ট্যাংকের শুরুটা মোটেও ভাল হয়নি। ম্যাচের বয়স তখনো মাত্র ৩.২ ওভার। তাতেই ৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে গাজী ট্যাংক ক্রিকেটার্স। সেই বিপদের গর্ত থেকে দলকে উদ্ধার করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য সেঞ্চুরি। বলা চলে প্রায় একাই দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন এই ম্যাচে মাহমুদউল্লাহ। কিন্তু ১০৬ রানে মাহমুদউল্লাহর আউটের পর এই ম্যাচে গাজী ট্যাংকের সম্ভাবনাও শেষ হয়ে যায়। ইনজুরির কারণে আফতাব আহমেদ ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটা নতুন করে জমিয়ে তোলেন। কিন্তু পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি গাজী ট্যাংক। ৪২ ওভারে ২১০ রানে শেষ হয় তাদের ইনিংস। মোহামেডান ম্যাচ জিতে ৫৪ রানে। চলতি লিগে দুই দলের এটি দ্বিতীয় মোকাবেলা। লিগের প্রথম লড়াইয়ে গাজী ট্যাংক হারিয়েছিল মোহামেডানকে। দ্বিতীয় লড়াইয়ে জিতল মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক: মোহামেডান
মোহামেডান ২৬৮/৬ (৫০ ওভারে, থারাঙ্গা ৬২, সামিত প্যাটেল ৭৬, মাশরাফি ৩৭, সানি ২/৩৭)। গাজী ট্যাংক ক্রিকেটার্স ২১০/১০ (৪২ ওভারে, মাহমুদউল্লাহ ১০৬, ইমরুল ৩৬, প্যাটেল ৩/৫২)। ফল: মোহামেডান ৫৪ রানে জয়ী।
প্রাইম দোলেশ্বর: কলাবাগান ক্রিকেট একাডেমি
প্রাইম দোলেশ্বর ২৮৭/৭ (৫০ ওভারে, দাইদ মালান ১২৩, মাসাকাদজা ৪/৫৬)। কলাবাগান ক্রিকেট একাডেমি ২৭২/৮ (৫০ ওভারে, মাসাকাদজা ৬৯, মার্শাল আইয়ুব ৬৭, শরীফুল্লাহ ৭০, সাব্বির ২/৪৩)। ফল: প্রাইম দোলেশ্বর ১৫ রানে জয়ী।
প্রাইম ব্যাংক সিসি: শেখ জামাল
প্রাইম ব্যাংক সিসি ২৫৬/৬ (৫০ ওভারে, তাইয়াবুর পারভেজ ৮৯*, রবি বোপারা ৬১, তানভীর হায়দার ২/১৪)। শেখ জামাল ২৬০/৮ (৪৯.৩ ওভারে, মুশফিকুর ৮২, চিগুম্বুরা ২৮*, বোপারা ২/২৬)। ফল: শেখ জামাল ৮ উইকেটে জয়ী।
Discussion about this post