এবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে সরাসরি দলে টেনেছে গল গ্ল্যাডিয়েটর্স। এবারই প্রথম শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। যদিও তাদের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। প্রথমদিকের কিছু ম্যাচ খেলে দেশে ফিরতে হবে। কারণ এরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ।
এবার সাকিব, লিটন দাস ও আফিফ হোসেন-তিনজনেরই নাম ছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি প্রতিযোগিতা লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে। যদিও নিলাম থেকে নাম সরিয়ে নেন সাকিব। নিজের নাম লেখান ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’-এমন খেলোয়াড়দের দলে।
এলপিএলের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি চুক্তি হওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করল কর্তৃপক্ষ। নিলামের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগ-এলপিএলে নিজের দল চূড়ান্ত করলেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার গল গ্ল্যাডিয়েটর্সে নাম লেখালেন।
সামনের ৩০ জুলাই শুরু হবে এলপিএলের চতুর্থ আসর। তাইতো পুরো আয়োজনে খেলা সম্ভব নয় সাকিবের। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট অবশ্য খেলতে পারবেন না সাকিব। ইনজুরিতে তিনি দলের বাইরে। তবে এরপর ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
এদিকে সাকিব ছাড়াও বাকি চার দলের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন ডেভিড মিলার (জাফনা কিংস), বাবর আজম (কলম্বো স্ট্রাইকার্স), ম্যাথু ওয়েড (ডাম্বুলা অরা), তাবরাইজ শামসি (ক্যান্ডি ফ্যালকনস)।
জাতীয় দলের সাকিবের দুই বাংলাদেশি সতীর্থ লিটন দাস ও আফিফের লঙ্কান প্রিমিয়ার লিগের দল পাবেন কীনা সেটা জানা যাবে ১১ জুন। সেদিনই কলম্বোতে হবে এলপিএলের খেলোয়াড় নিলাম। আফিফ গত মৌসুমেই এলপিএলে খেলতে নেমেছিলেন। এলপিএলে খেলেন চার ম্যাচ। তিন ইনিংস ব্যাট করেন করেন ৭১ রান। এর আগে এই লিগে খেলেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
সব ঠিক থাকলে সাকিব এবারই প্রথম খেলতে যাবেন এই লিগে। ২০১২ সালে লিগে দল পেলেও ইনজুরির কারণে সরিয়ে নেন নিজেকে!
Discussion about this post