ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যস্ত বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকট দল। এবার নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে সোমবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তার আগে রোববার সন্ধ্যায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের ফাইনাল খেলা দলে কোন একটা পরিবর্তন আসেনি। নেতৃত্বে আছেন আকবর আলী।
দলে ডাক পেয়েছেন আসাদুল্লাহ হিল গালিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে স্ট্যান্ডবাই ছিলেন অভিষেক ও হাসান। গালিব এর আগে যুব দলের হয়ে দুটি ওয়ানডে এবং দুটি ইয়ুথ টেস্ট খেলেন। অনুর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন এ পেসার। জায়গা হারিয়েছেন শাহিন আলম, আশরাফুল ইসলাম ও মিনহাজুর রহমান।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। পরের চার ম্যাচ ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের লিনক্লন ইউনিভার্সিটির মাঠে। ১৪ অক্টোবর দেশে ফেরার কথা ক্রিকেটাররা।
অনুর্ধ্ব-১৯ দল
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।
স্ট্যান্ডবাই
অমিত হাসান, প্রান্তিক হোসেন নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ শাহীন আলম, মিনহাজুর রহমান মোহনা।
Discussion about this post