লক্ষ্য ২৯৫। কিছুটা তো ভয় ছিলই লিজেন্ডস অব রূপগঞ্জের। ৫০ ওভারের ক্রিকেটে কতো কিছুই তো হয়। কিন্তু যে দলে নাঈম ইসলামের মতো একজন ব্যাটসম্যান থাকেন তাদের কাছে এই সংগ্রহটা তো মামুলিই! ঠিক, সেটাই হলো। প্রত্যাশার সঙ্গে দেখা হয়ে গেল প্রাপ্তির। সাফল্যের আকাশে ফের উড়ল লিজেন্ডসরা। ২৯ রানে সাবেক চ্যাম্পিয়নরা হারাল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।
সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস ভাগ্য ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে। তারা প্রতিপক্ষকে জানায় ব্যাটিংয়ের আমন্ত্রন। টাইগার্সরা ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ২৯৪ রান। জবাব দিতে নেমে লিজেন্ডসরা ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে ২৫৭ রান। এরপরই নেমে আসে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি। তবে ডাকওয়াথ লুইস ম্যাথডে জয় নিশ্চিত হয়ে যায় রূপগঞ্জের। তখন কাংখিত লক্ষ্যের চেয়ে ২৯ রান এগিয়েছিল তারা।
নাঈমের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৪ রান। আগের ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে শতরান করেন তিনি। দল পায় দারুণ জয়। এবার নাঈমের সঙ্গে সেঞ্চুরি পেলেন দলের ভারতীয় রিক্রুট চিরাগ জানি। তাদের ব্যাটে ধরা দিল টানা দ্বিতীয় জয়!
সকালে রাজধানীর ইউল্যাব মাঠে বেশ দাপটই দেখিয়েছিলেন রূপগঞ্জ টাইগার্সের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ হতেই রানআউটে ফেরেন মিজানুর রহমান। তিনি করেন ৩৩ রান। এরপর জাকির হাসান ও অপরাজিত বাবার ব্যাটে দাপট দেখায় টাইগার্সরা। তবে তাদের কাউকেই শতরান করতে দেয়নি রূপগঞ্জ বোলাররা।
জাকির ৯১ রান করে নাবিল সামাদের শিকার। অপরাজিত ৭২ রানে ধরেন সাজঘরের পথ। এরপরের সময়টা দাপট ছিল মাশরাফিদেরই। তারপরও টাইগার্সরা তুলে প্রায় তিনশ ছোঁয়া স্কোর। মাশরাফি, শফিউল ইসলাম, নাবিল ও চিরাগ নেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভয়াবহ খারাপ ছিল রূপগঞ্জের। মনে হচ্ছিল বুঝি লিগের নবীন দলের বিপক্ষে বিপাকেই পড়বে তারা। দলীয় ৫ রানে শেষ ২ উইকেট। বিদায় নেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও আব্বাস মুসা। তবে এরপরই দৃশ্যপট পাল্টে দেন নাঈম ও চিরাগ। দু’জন প্রতিপক্ষের বোলিং আক্রমণ উড়িয়ে দিয়ে খেলতে থাকেন দাপটে। বুঝিয়ে দেন এবার চ্যাম্পিয়ন হতেই লড়ছেন।
চিরাগ ১০৯ বলে ১২২ রানে ধরেন সাজঘরের পথ। তার ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কা। অন্যপ্রান্তে নাঈম ১৩০ বলে ১১৪ রানে ছিলেন অপরাজিত। এটি লিস্ট এ ক্যারিয়ারে তার ১২ নম্বর সেঞ্চুরি। দুটি শতরান ছাড়াও এবারের লিগে খেলেছেন ৯১, ৯৫ ও ৯২ রানের ইনিংস।
ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলে ফেরার সম্ভাবনাটাও জোড়ালো করছেন নাঈম ইসলাম। রূপগঞ্জের হয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন এই তারকা ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ টাইগার্স : ৫০ ওভারে ২৯৪/১০ (জাকির ৯১, মিজানুর ৩৩, অপরাজিত ৭২, আরিফুল ২৬, ফরহাদ ২৫; মাশরাফি ২/৫৫, নাবিল ২/৩৯, শফিউল ২/৪৩, চিরাগ ২/৪৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৩ ওভারে ২৫৭/৩ (চিরাগ ১২২, নাঈম ১১৪; নাসুম ১/৩৮)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ বৃষ্টি আইনে ২৯ রানে জয়ী
ম্যাচসেরা : চিরাগ জানি।
Discussion about this post