সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার আগে বাংলাদেশের জন্য সুখবর। সেন্ট লুসিয়ায় শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। ইনজুরি কিংবা অসুস্থতা নয়, ‘ব্যক্তিগত কাজ’-এ কারনেই তাকে ছুটি দিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে ৬৪ রান করেন গেইল। এ অবস্থায় গেইলের জায়গায় দলে সুযোগ পেলেন লিওন জনসন। যার এখনো টেস্ট অভিষেক হয়নি।
সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়দের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর টেস্টেও হোয়াইটওয়াশ এড়াতে হলে এখানে জয় অথবা ড্র চাই মুশফিকুর রহীমদের।
দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), সুলেমান বেন, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, লিওন জনসন, কেমার রোচ, শেন শিলিংফোর্ড এবং জেরোমি টেইলর।
Discussion about this post