ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
একেবারে নতুন এক দল! হঠাৎ করে পাল্টে গেল অধিনায়কও। গুলবদিন নাইবে সরিয়ে নেতৃত্ব এসেছেন রশিদ খান। আর সঙ্গে তারুণ্যের জয়গান। একটি টেস্ট ও এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে ৩০ আগস্ট বাংলাদেশে আসছে আফগানিস্তান।
বাংলাদেশ সফরের টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার আলাদা আলাদা দল ঘোষণার করে ক্রিকেট আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবী এবং আসগর আফগান আছেন দুই ফরম্যাটের স্কোয়াডে। মোহাম্মদ শেহজাদ নিষিদ্ধ থাকায় টেস্টে দলটির উইকেটের পেছনে আছেন ইকরাম আলি খিল। টি-টুয়েন্টি সিরিজে এ দায়িত্ব পালন করবেন রহমানউল্লাহ গুরবাজ।
৩০ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে তারা। ১৩ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। আফগানদের প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর, লড়বে জিম্বাবুয়ের সঙ্গে।
আফগানিস্তান টেস্ট দল
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম খলিল, জহির খান, জাভেদ আহমাদি, আহমেদ শারজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান, কাইস আহমেদ।
আফগানিস্তান টি-টুয়েন্টি দল
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রেহমান, শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ, করিম জানাত, গুলবদিন নাইব, ফরিদ আহমেদ, শফিকউল্লাহ, ফজল নিয়াজাই, দওলত জাদরান, নাভিন-উল-হক, রহমানউল্লাহ গুরবাজ।
Discussion about this post