অভিমান নিয়ে বাংলাদেশ ছাড়ার প্রায় এক বছর পর ফের মিরপুরে ফিরলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। তবে এবার তার পদ আরও গুরুত্বপূর্ণ-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দুই বছরের জন্য যোগ দিচ্ছেন তিনি। রবিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে দায়িত্ব নেন হেমিং।
হেমিংয়ের বিসিবিতে ফেরাটা অনেকের কাছে চমকপ্রদ। ২০২৩ সালে দুই বছরের চুক্তি সত্ত্বেও এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। বিদায়ের আগে প্রকাশ্যে বিসিবির শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়ে সমালোচনা করেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে প্রধান কিউরেটর হিসেবে যোগ দিলেও সেখান থেকেও চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।
এবার তার হাতে থাকছে আরও বিস্তৃত ক্ষমতা। দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটররা তার অধীনে কাজ করবেন এবং নিয়মিত রিপোর্ট দেবেন। পাশাপাশি বিসিবির নিয়োগকৃত চারজন মৃত্তিকাবিজ্ঞানী ও অন্যান্য কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন তিনি।
এদিকে মিরপুর স্টেডিয়ামের দীর্ঘদিনের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ আছে। প্রত্যাশিত মানের উইকেট দিতে ব্যর্থ হলেও সম্প্রতি তার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে বিসিবি।
তবে হেমিংয়ের ফেরায় গামিনীর দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠতে পারে, কারণ এখন থেকে তার কাজের ওপর নজরদারি ও মূল্যায়ন করবেন হেমিং নিজেই।
Discussion about this post