সকালেই যেন অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে হাসবে বৃষ্টি। তাই হলো। বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার বেলা ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেওয়া হয়।
এদিন সকাল থেকেই মিরপুরে ঝিরিঝিরি বৃষ্টি। যতই সময় গড়িয়েছে, বৃষ্টির মাত্রা বেড়েছে। সারা দিনে স্টেডিয়ামের কাভারই সরানো হয়নি। ড্রেসিংরুমে অলস সময় কেটেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেন মুমিনুল হক।
দুপুর ১টা ৫৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল দ্বিতীয় দিনের খেলা। একটি বলও গড়ায়নি মাঠে।
এর আগে টেস্টের প্রথম দিনই মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের স্পিন বলে চালকের আসনে থেকে দিন শেষ বাংলাদেশের। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পঞ্চাশের আগে নিউজিল্যান্ডের ৫ ব্যাটসম্যানকে ফেরালো টাইগাররা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে ১ম দিনের খেলা। দিন শেষে নিউজিল্যান্ড ১২.৪ ওভারে ৫ উইকেটে তুলেছে ৫৫ রান। এখনও ১১৭ রানে পিছিয়ে তারা।
সিলেট টেস্টে চিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। সেই পথেই এগিয়ে যাচ্ছে নাজমুল হাসান শান্তর দল।
১৫ উইকেটের দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১৭২ রানে। শেষ বিকেলে নিউ জিল্যান্ড খেলতে নেমে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৫৫/৫। হাতে ৫ উইকেট রেখে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।
সিলেট টেস্ট জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)।
# ঢাকা টেস্ট ২য় দিন শেষে
Discussion about this post