বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর দাবি, নির্বাচনের নামে যা হয়েছে, তা ‘নির্বাচন নয়, বরং সিলেকশন।’
আজ বুধবার রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম, আমার পক্ষে কোনো টিম আছে, বিপক্ষে কোনো টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।’
তবে এমন বিজয়ের পথে না গিয়ে সরে দাঁড়ানোর পেছনে কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া। আপনি কি মনে করেন, ১৫টা ক্লাব থাকুক বা না থাকুক, আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য বাস ধরা বা না ধরা কোনো অপশন ছিল না।’
বিসিবির এবারের নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিমের। মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন তিনি। তবে তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত এবং নির্বাচনী প্রক্রিয়ায় ‘সরকারি হস্তক্ষেপ’-এর অভিযোগ এনে শেষ মুহূর্তে তামিমসহ ১৬ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন।
পরে সেই ১৫টি ক্লাব পুনরায় ভোটাধিকার ফিরে পেলেও তামিম তাতে সন্তুষ্ট হননি। ই-ভোটিং নিয়েও তিনি কটাক্ষ করেন, ‘ক্যাটাগরি ২–এ ৪২ ভোট পড়েছে, যার মধ্যে ৩৪টি ছিল ই-ভোট। কিন্তু যাদের ই-ভোট দেখানো হয়েছে, তাদেরও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে দেখা গেছে। তাহলে ই-ভোট করার দরকার কী ছিল?’
তামিম সরাসরি বলেন, ‘আমি মনে করি না এটা কোনো ইলেকশন ছিল।’
সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব, বিভাগীয় এবং জেলা পর্যায়ের ক্রিকেট বর্জনের ঘোষণাও আসে। প্রশ্ন ওঠে, এ সিদ্ধান্ত খেলোয়াড়দের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেবে কি না। তামিম এর জবাবে বলেন, ‘এটা যারা নির্বাচন করেছে তাঁদের চিন্তা করা উচিত ছিল।’
তামিম ক্লাব সংগঠকদের উদ্দেশে সতর্কবার্তাও দেন, ‘আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, ভবিষ্যতে যেন এই স্টেটমেন্ট বদল না হয়। আমরা যেহেতু একমত ছিলাম না, তাই বের হয়ে এসেছি। কিন্তু কেউ যেন আবার এসে বসে না পড়ে।’
বিসিবি নির্বাচনে ঢাকার অধিকাংশ কাউন্সিলর ভোট বর্জন করেছিলেন। নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর ইচ্ছা প্রকাশ করলেও, ক্লাব সংগঠকরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
			 
                                









Discussion about this post