ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি এখনো পা রাখেন নি বাংলাদেশে। দেড় মাসের সফর শেষে রোববার ঢাকায় পা রাখার কথা। কিন্তু ফিরে বিশ্রামের সুযোগ পাবেন না মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশনে দেশ ছাড়বেন একদিন পরই। রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। নিউজিল্যান্ড সফর শেষে রোববার বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর সোমবারই আইপিএলের মিশনে দেশ ছাড়বেন কাটার মাস্টার।
গত শনিবার ছাড়পত্র পান তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘মুস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ এর অর্থ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসানের মতো দলে থাকছেন না মুস্তাফিজ। তিনি তখন আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। সাকিব আছেন কলকাতা নাইট রাইডার্সে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে ৫ এপ্রিল আইপিএল খেলতে বাংলাদেশ ছাড়বেন দ্য ফিজ। সোমবার দেশ ছাড়লেও রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন কীনা তা নিশ্চিত নয়।
ভারতেও বেড়েছে করোনা সংক্রমণ। এ অবস্থায় গিয়ে সে দেশের নিয়ম অনুযায়ী ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুস্তাফিজকে। এই পেসারের কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার আগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রাজস্থান। আগামী ১২ এপ্রিল লড়বে পাঞ্জাব কিংসের সঙ্গে। তার আগেই ৯ এপ্রিল শুরু হবে আইপিএল।
আইপিএলে মুস্তাফিজ নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। আর দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কাটার মাস্টার। জিতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এরপর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন মুস্তাফিজ। এবার রাজস্থান শিবিরে। ভিত্তিমূল্য ১ কোটি রুপেতে তাকে কিনেছে দলটি।
Discussion about this post