ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরুষ দলের পাশাপাশি এবার বাংলাদেশের নারী ক্রিকেটাররাও খেলবেন টেস্ট। নারী ক্রিকেটের সব পূর্ণ সদস্যকে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্ট খেলার সুযোগ পেয়ে আনন্দে ভাসছেন সালমা খাতুন ও রুমানা আহমেদরা।
আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নারী ক্রিকেটের পূর্ণ সদস্যদের স্থায়ীভাবে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
টেস্ট স্ট্যাটাসের সুখবর পেয়ে গণমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ জাতীয় দলের ক্রিেকটাররা। যা এখানে তুলে ধরা হলো-
সালমা খাতুন-
‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি মেয়েদের ক্রিকেটে এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।‘
রুমানা আহমেদ
‘আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো নিউজ। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের নারী ক্রিকেট পূর্ণতা পেয়েছে। সত্যি কথা নিজেদের টেস্ট খেলোয়াড় হিসেবে ভাবতে অন্যরকম অনুভূতি হচ্ছে। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।‘
নাহিদা আক্তার
‘আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত টেস্ট মর্যাদা পেয়ে। আশা করি এটা ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।‘
নিগার সুলতানা জ্যোতি
‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে অন্তর্ভুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আহা করি অবশ্যই এটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।‘
মেয়েদের টেস্ট ম্যাচ অবশ্য ক্রিকেট খুব কম। গত ৫ বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিনটি টেস্ট ম্যাচ খেলেছে, অন্য কোনো দল টেস্ট খেলেনি। ভারত সবশেষ টেস্ট খেলেছে ২০১৪ সালের নভেম্বরে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post