ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনের মতো একটা সকাল পার করল বাংলাদেশ। দুপুর গড়ানোর আগেই স্পিন-পেস ম্যাজিকে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ১১৩ রানের লিডের সঙ্গে ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনের পরই অলআউট উইন্ডিজ। মাত্র ২৯ বলে পরের ৪ উইকেট তুলে নিয়েছেন তাইজুল, নাঈমরা। রোববার ১১৭ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা।
ঢাকা টেস্টে জিততে বাংলাদেশের চাই ২৩১ রান। তবে হাতে সময় আর পর্যাপ্ত ওভার থাকলেও মিশন সহজ নয়। এই ম্যাচ জিততে নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে টাইগারদের। নিজেদের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল দল।
সবমিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে তাদের মাটিতে ২১৭ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার জিততে করতে হবে ২৩১।
অবশ্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। ২০১০ সালে বাংলাদেশের দেয়া ২০৯ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে টপকে যায় ইংল্যান্ড। এই মাঠে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২০৫ রান করে ৫ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
মিরপুরে বল হাতে সাফল্য পাচ্ছেন স্পিনাররা। রোববার চমক দেখালেন তাইজুল ও নাঈম। প্রথম ইনিংসের ৪টির সঙ্গে দ্বিতীয় ইনিংসেও তাইজুল তুলে নেন ৪ উইকেট। ইনিংসে ৩ উইকেট নেন নাঈম হাসান।
এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। চট্টগ্রামে হেরে পিছিয়ে মুমিনুল হকের দল। এখানে জিতলে সিরিজ ড্র করার সুযোগ মিলবে। তবে সিরিজে যে রোমাঞ্চ থাকছে তা বলাই যায়!
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৯/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯৬/১০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৪১/৩) ৫২.৫ ওভারে ১১৭ (বনার ৩৮, ওয়ারিক্যান ২, মেয়ার্স ৬, ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, জোসেফ ৯, কর্নওয়াল , গ্যাব্রিয়েল ; তাইজুল ২১-৪-৩৬-৪, নাঈম ১৫.৫-৫-৩৪-৩, মিরাজ ৬-১-১৫-১, আবু জায়েদ ১০-৪-৩২-২)
West Indies are bowled out for 117!
A terrific bowling display from Bangladesh, but they will have to chase down 231 to win.
Can they? 🤔#BANvWI | https://t.co/Es33PQRdna pic.twitter.com/TQMvzPLLGD
— ICC (@ICC) February 14, 2021
Discussion about this post