জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পথ হারিয়েছে নিউজিল্যান্ড। ৬০ রান না হতেই ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলেচে ১১৩ রান। চতুর্থ দিন শেষে জয়ের পথ দেখছে তারা। বাংলাদেশের চেয়ে এখনো ২১৯ রানে পিছিয়ে সফরকারী দল। শেষ দিনে জিততে বাংলাদেশের চাই ৩ উইকেট।
ড্যারিল মিচেল ৪৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৭ রানে অপরাজিত ইশ সোধী।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে তৈরি করে দেওয়া পথে তাইজুল ইসলামের ঘুর্ণি বলের যাদুতে হারের পথে নিউজিল্যান্ড। আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে ৬ ওভার আগে।
প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন তাইজুল। ফের ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার।
সকালে ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ বাকি ৭ উইকেটে যোগ করতে পারে আর ১২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ১০০.৪ ওভারে ৩৩৮/১০ (শান্ত ১০৫, মুশফিক ৬৭, শাহাদাত ১৮, মিরাজ ৫০*, সোহান ১০, নাঈম ৪, তাইজুল ০, শরিফুল ১০; সাউদি ১৫-৩-৩৩-১, জেমিসন ১৩-৩-২৫-০, এজাজ ৩৬.৪-১-১৪৮-৪, ফিলিপস ১৬-৪-৪৭-১, সোধি ১৯-২-৭৪-২, মিচেল ১-০-২-০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩২) ৪৯ ওভারে ১১৩/৭ (ল্যাথাম ০, কনওয়ে ২২, উইলিয়ামসন ১১, নিকোলস ২, মিচেল ৪৪*, ব্লান্ডেল ৬, ফিলিপস ১২, জেমিসন ৯, সোধি ৭*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১১-৩-৩১-১, তাইজুল ২০-৭-৪০-৪, নাঈম ১০-১-২৪-১, মুমিনুল ২-০-৫-০)
সিলেট টেস্ট চতুর্থ দিন শেষে
Discussion about this post