ঢাকা টেস্টে হতাশই হতে হলো বাংলাদেশকে। একবার তো মনে হচ্ছিল জিততে যাচ্ছে নাজমুল হাসান শান্তর দল। কিন্তু শনিবার টেস্টের চতুর্থ দিনে রোদ হেসে উঠতেই সর্বনাশ।
অথচ মাত্র ১৩৭ রানের টার্গেট ছুড়ে দিয়ে নিউজিল্যান্ডকে ভালোভাবেই আটকে ধরে বাংলাদেশ। ৬৯ রানেই তারা তুলে নেয় কিউইদের ৬ উইকেট। তারপরই গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের ম্যাজিক ব্যাটিং। সর্বনাশ বাংলাদেশের। সপ্তম উইকেটে তারা দুজন ১২.৫ ওভারে ৫.৪৫ গড়ে ৭০ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
ফিলিপস ৪টি চার ও ১ ছক্কায় ৪০ রানে ও স্যান্টনার ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এর সমতার মধ্য দিয়ে শেষ!
এদিন বল হাতে মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম ২টি উইকেট তুলেন। ১টি উইকেট নেন শরীফুল ইসলাম।
চতুর্থ ইনিংসে ১৩৯ রান তাড়ায় ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। শূন্য রানে বেঁচে যাওয়া ফিলিপস ৪৮ বলে এক ছক্কা ও চারটি চারে তুলেন ৪০ রান। তার সঙ্গে ৭৭ বলে ৭০ রানের জুটি উপহার দেওয়া স্যান্টনার ৩৯ বলে তিন চার ও এক ছক্কায় করেন ৩৫ রান।
সিলেট টেস্ট বাংলাদেশ জেতায় ২ ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ দলই এ সিরিজ থেকে পেল সমান ১২ পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৮০/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৫ ওভারে ১৪৪/১০ (জাকির ৫৯, মুমিনুল ১০, মুশফিক ৯, শাহাদাত ৪, মিরাজ ৩, সোহান ০, নাঈম ৯, তাইজুল ১৪*, শরিফুল ৮; প্যাটেল ১৮-১-৫৭-৬, স্যান্টনার ১১-০-৫১-৩, সাউদি ৬-১-২৫-১)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৭ রান) ৩৯.৩ ওভারে ১৩৯/৬ (ল্যাথাম ২৬, কনওয়ে ২, উইলিয়ামসন ১১, নিকোলস ৩, মিচেল ১৯, ব্লান্ডেল ২, ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*; শরিফুল ৫-২-৯-১, মিরাজ ১৬.২-২-৪৭-৩, তাইজুল ১৪-২-৫৮-২, নাঈম ৩-০-১৫-০, মুমিনুল ১-০-৪-০)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ সমতা
ম্যাচসেরা: গ্লেন ফিলিপস
সিরিজসেরা: তাইজুল ইসলাম
Discussion about this post