বাংলাদেশকে সিলেট টেস্টে পাল্টা জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। বুধবার টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। ২ উইকেট বাকি রেখে এখনও ৪৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে জমে উঠতে পারে লড়াই।
দ্বিতীয় দিন শেষে ৮৪ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৮ উইকেটে ২৬৬ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলেছেন তাইজুল ইসলাম।
এর আগে বুধবার দিনের প্রথম বলেই শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন টিম সাউদি।
এদিন ৮ উইকেট নেওয়ার দিনে দুটি ক্যাচ মিস ও একটি কট বিহাইন্ডে রিভিউ না করার আক্ষেপ ছিল। প্রথমে ৬৩ ও পরে ৭০ রানে জীবন পেয়ে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ও সব মিলিয়ে ২৯তম সেঞ্চুরি তুলেন উইলিয়ামসন।
৬৩ ও ৭০ রানে বেঁচে যাওয়া উইলিয়ামসনের শতরান তুলেন ১৮৯ বলে। তবে দিন শেষে বাংলাদেশ স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে। সকালেই কিউইদের অলআউট করতে পারলে স্বস্তি পাবে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ৩১০/১০ (তাইজুল ৮*, শরিফুল ১৩; সাউদি ১৪.১-২-৪৩-১, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৬৬/৮ (ল্যাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)
#সিলেট টেস্ট ২য় দিন শেষে
Discussion about this post