ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এটা হতে পারতো সাকিব আল হাসানের টুর্নামেন্ট। এক বছরের নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়েই ফিরেছেন ক্রিকেটে। কিন্তু ফেরার মতো ফেরা হলো না! টুর্নামেন্টের অনেক পথ পাড়ি দিলেও ব্যাট-বলে ঠিক চেনা যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বঙ্গবন্ধু কাপের প্রাথমিক পর্বে নিষ্প্রভ তার পারফরম্যান্স। ব্যাট কিংবা বল দুটোতেই চেনা যাচ্ছে না এই মহা তারকাকে। তবে হাল ছাড়ছেন না। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে জানিয়ে দিলেন-চেষ্টা করবেন দ্রুত ‘পথ’ খোঁজার।
জেমকন খুলনার এই ক্রিকেটারের হতাশ করা পারফরম্যান্সের পর হিসাব মেলাতে পারছেন না ভক্তরাও। প্রাথমিক পর্বে ৮ ইনিংসে ৭৬ বল খেলে সাকিবের করেছেন মাত্র ৮২ রান। সাদামাটা গড়, ১০.২৫। সর্বোচ্চ ইনিংসটিও বেশ কম। মাত্র ১৫ রান।
আবার বল হাতেও এই স্পিনারকে ঠিক চেনা যায়নি। ওভারপ্রতি রান ৫.৭৩ রান দিলেও উইকেট তেমন নেই। ৮ ম্যাচে ৫ উইকেট। বিস্মিয়কর হলেও সত্য এর মধ্যে চারটি ম্যাচে উইকেটশূন্য। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে ঠিক ছন্দের দেখা নেই।
বৃহস্পতিবার ভিন্ন অভিজ্ঞতাও হলো। বেক্সিমকো ঢাকার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ এই স্পিনারের প্রথম ওভারেই ছক্কা হাঁকালেন চারটি। হতাশা তো কাজ করবেই। তবে সাকিব দ্রুত ফেরার জন্য লড়বেন।
মিরপুরের শেরেবাংলায় জানাচ্ছিলেন, ‘জানি না, কী হবে। দেখি, কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।’
সাকিবের দল খুলনার শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়েছে। যদিও প্রাথমিক পর্বে শেষ দুই ম্যাচই দল হেরেছে। এবার ফাইনালে উঠার লড়াইয়ে ভাল করতে চান। সাকিব জানাচ্ছিলেন, ‘দেখুন, টি-টুয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, সেহেতু প্রভাব পড়তেই পারে। তবে তিন দিন বিরতি আছে আমাদের। আমরা গুছিয়ে নিয়ে আবার নতুন ভাবে শুরুর চেষ্টা করব। একটা ম্যাচেরই ব্যাপার। যদি আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো ফল সম্ভব আমাদের।’
দলের সাফল্যের সঙ্গে সেই চিরচেনা সাকিবকেও দেখতে চায় ভক্তরা!
Discussion about this post