ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজে প্রথমবারের মতো প্রথমে ব্যাট করার সুযোগটা পেয়েই কাজে লাগল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে বড় পুঁজিই গড়েছে টাইগাররা। বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ২৯৭ রান। হোয়াইটওয়াশ থেকে বাঁচতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস ভাগ্য ছিল উইন্ডিজের পক্ষে। তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আলো ঝলমলে দিনে ব্যাট হাতে দাপট দেখালেন স্বাগতিক ব্যাটসম্যানরা। শুরুতে তামিম ইকবাল। মাঝে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়। অভিজ্ঞ চার ব্যাটসম্যানের ফিফটিতে দাপট বাংলাদেশের।
মাহমুদউল্লাহ ফিফটি করেন ৪০ বলে। ৪৩ বলে তিনটি করে ছক্কা ও চারে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। সিরিজে প্রথমবার ব্যাটিংয়ে সৌম্য সরকার ৮ বলে করেন ৭ রান।
কিওন হার্ডিং অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে খরুচে বোলার। ১০ ওভারে ৮৮ রান দিয়ে পাননি কোনো উইকেট। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে আগে সবচেয়ে বেশি খরুচে বোলিং ছিল ড্যান প্যাটারসনের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার এ পেসার ৯ ওভারে দেন ৬৯ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফ ৫*; জোসেফ ১০-০-৪৮-২, হার্ডিং ১০-০-৮৮-০, মেয়ার্স ৭-০-৩৪-১, রিফার ১০-০-৬১-২, আকিল ১০-০-৪৬-০, জেসন ৩-০-১৬-০)
Half-centuries from Tamim Iqbal, Shakib Al Hasan, Mushfiqur Rahim and Mahmudullah help Bangladesh post 297/6.
Can West Indies chase down the target?#BANvWI | https://t.co/EKIMwuvOho pic.twitter.com/g1kHL9oFit
— ICC (@ICC) January 25, 2021
Discussion about this post