দিনের শেষ বেলায়, ৯০ ওভার পুরো হওয়ার এক বল আগে মমিনুল বিদায় না নিলে বলা যেতো দিনটা ছিল বাংলাদেশের। কিন্তু খুলনা টেস্টের প্রথম দিনটা মোটামুটি কেটেছে টাইগারদের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৪ উইকেট হারিয়ে ২৩৬। সাকিব আল হাসান ১৯ রানে উইকেটে আছেন। ৮০ রান করে ফিরে গেছেন মমিনুল হক। ৫১ রান ইমরুল কায়েসের। ৪৯ রানে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ।
হাফসেঞ্চুরি করার পথে রেকর্ড স্পর্শ করলেন মমিনুল। টানা ১০ টেস্টে পঞ্চাশ বা তার বেশি রান করে শচিন টেন্ডুলকারের পাশে এখন এই ব্যাটসম্যান। টানা দশটি হাফসেঞ্চুরির রেকর্ড আছে আরও দুজনের। শচীন ছাড়া সেই তালিকায় ইংল্যান্ডের ব্যাটসম্যান জন এড্রিচ।
টেস্ট ক্রিকেটে টানা সর্বোচ্চ হাফসেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। টানা ১২ ম্যাচে অর্ধশতক করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৩৬/৪ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ১৯*; হাফিজ ১/৩৮, ওয়াহাব ১/৪০, বাবর ১/৫৫, ইয়াসির ১/৫৮)
Discussion about this post