ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই সিরিজ পকেটে পুরেছিল বাংলাদেশ। তবে টাইগারদের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ফেলা। শেষ পর্যন্ত সোমবার চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরি ও মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নৈপুণ্যে সেটাই করে দেখিয়েছে টিম টাইগার্স। এরফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১২০ রানে জিতেছে বাংলাদেশ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করে ৬ উইকেটে ২৯৭। পরে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে দেয় টিম টাইগার্স।
এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে শেষ করল বাংলাদেশ।
সোমবার আগে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। পরে অবশ্য তিনে নামা নাজমুল হোসেন শান্তও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়ে তামিম ইকবাল ১২১ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে কক্ষ পথে ফেরান। এরমধ্যে তামিম পৌঁছে যান ক্যারিয়ারের ৪৯তম হাফসেঞ্চুরি। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি ফিরেন ৬৪ রানে। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ৫৬ বলে ৪৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্ন দেখান। এরমধ্যে ৫১ রান করে ফিরেন সাকিব।
সাকিব ফিরলেও দ্রুত রান তোলার চেষ্টা করেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১৯ বলে ৩১ রান। তাতেই তিনশোর কাছাকাছি পৌঁছে যায় টাইগাররা। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ৬৪ রানে অপরাজিত ছিলেন। তার আগে মুশি ফিরেন ৬৪ রানে।
বড় লক্ষ্য দিয়ে শুরু থেকেই বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। মাঝে সফরকারীদের বড় পরীক্ষা নেন সাইফউদ্দিন। যে কারণে রোভম্যান পাওয়েল (৪৭) ছাড়া আর কোন ক্যারিবীয় ব্যাটসম্যান টাইগারদের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত তার প্রতিরোধ ভাঙেন সৌম্য সরকার। যে কারণে দ্রুতই জয়ের দেখা পায় টিম টাইগার্স।
ওয়ানডেতে এ নিয়ে ১৪ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো লজ্জায় ডুবাল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফ ৫*; জোসেফ ১০-০-৪৮-২, হার্ডিং ১০-০-৮৮-০, মেয়ার্স ৭-০-৩৪-১, রিফার ১০-০-৬১-২, আকিল ১০-০-৪৬-০, জেসন ৩-০-১৬-০)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৭৭ (ওটলি ১, আমব্রিস ১৩, বনার ৩১, মেয়ার্স ১১, জেসন ১৭, পাওয়েল ৪৭, হ্যামিল্টন ৫, রিফার ২৭, জোসেফ ১১, আকিল ০, হার্ডিং ১*; সাইফ ৯-০-৫১-৩, মুস্তাফিজ ৬-০-২৪-২, তাসকিন ৮.২-১-৩২-১, মিরাজ ১০-২-১৮-২, সাকিব ৪.৫-০-১২-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০, সৌম্য ৩.১-০-২২-১, শান্ত ১-০-৪-০)
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০তে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।
সিরিজসেরা: সাকিব আল হাসান।
Discussion about this post