এইতো সেদিন ওমরাহ হজ করতে গিয়েছিলেন শেখ মেহেদী। জাতীয় দলে জায়গা হারানোর পর ছুটে যান সৌদি আরব। এবার জাতীয় দলের আরেক ক্রিকেটার পবিত্র ওমরাহ করতে গেলেন। তাসকিন আহমেদ অবশ্য জাতীয় দলেই আছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। আছেন নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেও। সেই ব্যস্ততার আগে ওমরাহ করতে এখন তিনি সৌদি আরবে।
এমনিতে বাংলাদেশ ক্রিকেট দলে ধর্মপ্রাণদের সংখ্যাই বেশি। ওমরাহ নিয়মিত করেন ক্রিকেটাররা। তার ধারাবাহিকতায় পবিত্র ওমরাহ হজ পালন করতে দেখা গেল ক্রিকেটার তাসকিন আহমেদ। শনিবার রাতে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এই পেসার।
রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন তাসকিন। যেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা’আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’
২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন তাসকিন। তার একদিন পরই দুবাইয়ে যাবেন জাতীয় দলের সঙ্গে। ২৫ ও ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ দল। ১ অক্টোবর নিউজিল্যান্ডের পথে ঢাকা ছাড়বে টাইগাররা। ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে সাকিবের দল। তারপরই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল।
Discussion about this post