হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলে দুঃসংবাদ! ইনজুরির কারণে এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে গেলেন পেসার ইবাদত হোসেন। এ অবস্থায় ভাগ্য খুলে যেতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। গণমাধ্যমে এমনই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েন ইবাদত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান তিনি। এ কারণে আফগানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন না।
এরপর এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও সুসংবাদ পাননি। এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হননি। সামনে বিশ্বকাপ, এখন তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড। যেমনটা মিনহাজুল আবেদীন বলেন, ‘দেখুন, ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি। পাশাপাশি বিশ্বকাপের আগে ঝুঁকিও নিতে চাইছি না আমরা। এ জন্য এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুত বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। এ অবস্থায় তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’
গত কয়েক দিন ধরেই এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেন খালেদ আহমেদ। তানজিম আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত হয়েছেন সাকিব। এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
Discussion about this post