জয়ের মঞ্চটা আগের দিনেই তৈরি করে রেখেছিলেন ব্যাটসম্যানরা। সোমবার জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের বোলাররা। তাতেই একদিন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারালো কিউইরা। ওয়েলিংটনে স্বাগতিকদের জয়টা এসেছে ইনিংস ও ৬৭ রানে।
এরআগে নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের ৫২০ রানের পাহাড়ে চাপা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংনে অবশ্য সফরকারীদের কিছুটা আশার আলো জ্বালিয়েছিয়েল ক্রেইগ ব্রাথওয়েট। কিন্তু মিচেল স্নাটারের দুর্দান্ত বোলিং তোপে খেঁই হারিয়ে বসের তিনি। তার সাজঘরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার বড় পরীক্ষায় ফেললেন ক্যারিবিয়ানদের। যে কারণে লাঞ্চ বিরতির ঘন্টাখানেক পর ৩১৯ রানেই গুটিয়ে যায় দলটি। যে কারণে ইনিংস ব্যবধানে হারই সঙ্গী হয়েছে তাদের।
গতকাল ওয়েলিংটনে শেষ ৮ উইকেট মাত্র ১০৯ তুলতেই হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। যার শেষ ছয় উইকেট গেছে ছয় ওভারে; মাত্র ৬২ রান যোগ করে।
এরআগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫২০ এসেছিল কলিন ডি গ্র্যান্ডহোম আর টম ব্ল্যান্ডেলের সেঞ্চুরিতে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে নাকাল হয় নিল ওয়েগনারের স্পিন-বিষে। ৭ উইকেট নিয়েছেন তিনি।
দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ ডিসেম্বর হ্যামিলটনে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/১০ ও ২য় ইনিংস: ১০৬ ওভারে ৩১৯ (ব্র্যাথওয়েট ৯১, পাওয়েল ৪০, হেটমায়ার ৬৬, শেই হোপ ৩৭, চেইস ১৮, আমব্রিস ১৮, ডাওরিচ ৩, হোল্ডার ৭, রোচ ৭, কামিন্স ১৪, গ্যাব্রিয়েল ৪*; বোল্ট ২/৮৭, হেনরি ৩/৫৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/১০২, স্যান্টনার ১/২৫, উইলিয়ামসন ০/০)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫২০/৯ (ডি.)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৬৭ রানে জয়ী
ম্যাচসেরা: নিল ওয়েগনার
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে
Discussion about this post