ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট-বল দুটোতেই দক্ষ তিনি। তবে উইকেট পেলেই বুঝি বেশি আনন্দ হয় তার। এ কারণেই কীনা কে জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উইকেট সংখ্যা বাড়ানোতেই নজর সাকিব আল হাসানের। ৯ এপ্রিল থেকে শুরু এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আপাতত কোয়ারেন্টিনে সময় কাটছে বাংলাদেশের এই অলরাউন্ডারের।
স্বেচ্ছা নির্বাসনে থেকেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আড্ডায় মাতলেন। অন্তর্জালে লাইভ চ্যাটে সাকিবকে প্রশ্ন করা হয়, ৫০০ বা তারও বেশি রান ও ২৫ বা তারও বেশি উইকেটের মালিক হওয়ার সুযোগ থাকলে কোনটি চাইবেন?
সাকিব উত্তরে হাসিমুখে বলেন, ‘২৫ বা তারও বেশি উইকেট।’ আমার মনে হয় ৫০০ রান বড় জিনিস হলেও এটা নিশ্চিত করবে না যে আমরা শিরোপা জিতব। কিন্তু আমি ২৫ উইকেট পাওয়া মানে আমরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবো। তাই ২৫ উইকেটই নিতে চাইব। ৫০০ রান নয়।’
যদি দুটোই করে বসেন? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যদি করতে পারি কলকাতা আর আমার জন্য, ভালোই তো হবে!’– বলেন তিনি।
এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। দুইবারই দলটিতে খেলেছেন সাকিব। কলকাতায় ফিরে সাকিব বলছিলেন, ‘খুবই ভালো লাগছে, খুবই রোমাঞ্চিত। ২০১২ ও ২০১৪ আইপিএলে দারুণ কিছু স্মৃতি আছে। আশা করছি এবার একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারব।’
গত মাসেই সাকিবপত্নী শিশির জন্ম দিয়েছেন তৃতীয় সন্তান। এবার শিরোপা পেয়ে গেলে কেমন হবে? পুত্র সন্তান জন্মের সেই প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘সময়টা খুবই রোমাঞ্চিত ছিল। যদিও করোনার কারণে কঠিন সময়। তবুও পরিবারের সবাই অনেক খুশি। প্রথম দুইজনই মেয়ে ছিল, তৃতীয় সন্তান ছেলে। সবাই খুবই উত্তেজিত। এবার ট্রফি আসলে সেটা হবে সবচেয়ে সেরা জিনিস হবে। আশা করি সমর্থকরা যে পারফরম্যান্স আশা করেন সেটা দিতে পারব।’
Discussion about this post