‘ব্যান্ড বাজা বারাত’-কথাটা বলতেই যেন বাকি। অন্তত বিরাট কোহলি তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই খবরে জল ঢেলে দিলেন তার প্রেমিকা আনুশকা শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সহসা বিয়ের কোন ইচ্ছেই নেই তার। বলিউড নায়িকা বললেন, ‘আমি পরিস্কার কওে জানিয়ে দিতে চাই, বিয়ের গুজবের পুরোটাই মিথ্যে। সবাইকে অনুরোধ করবো এই গুঞ্জনে কান দেবেন না।’
তবে দিন কয়েক আগে ভিন্ন খবর দিয়েছিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন। হোটেল রুমে কোহলির সঙ্গে বলিউড নায়িকা আনুশকাকে থাকতে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বলা হচ্ছে-এ কারণেই সফরে সুপার ফ্লপ এই ব্যাটসম্যান। ১০ ইনিংসে রান ১৩৪!
এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কারণ দর্শাও নোটিস পায় টিম ম্যানেজমেন্ট। তিনি জানান, ‘আসলে কোহলির অনুরোধেই আমরা হোটেলে একরুমে দু’জনকে থাকতে দিয়েছিলাম। ও এসে আমাদের বলে যে শিগগিরই বিয়ে করতে যাচ্ছি আমরা।’
যাদের বাগদানই হয়নি তাদের একরুমে থাকার অনুমতি দেওয়া নিয়েও সরব দেশটির মিডিয়ার একটি অংশ। ভারতীয় সংস্কৃতিতে ‘লিভ টুগেদার’ এখনো স্বীকৃত নয়। বিয়ে ছাড়া একসঙ্গে থাকাটাকেও পাশ্চাত্যেও মতো স্বাভাবিক ভাবে দেখেন না মুষ্টিমেয় মানুষ।
ইংল্যান্ড-ভারত সিরিজ শুরুর আগ থেকেই কোহলির সঙ্গে ছিলেন আনুশকা। তিন সপ্তাহ লন্ডনের এক হোটেলকক্ষে ছিলেন এ দুই সেলিব্রেটি। খবরের সত্যতা স্বীকার করলেন দলের একজন কর্তা। বললেন, ‘তারা একসঙ্গে হোটেলে ছিল এ খবর সত্য। কারণ তারা বিয়ের পরিকল্পনা করছে। প্রেমিকাকে নিয়ে ক্রিকেটারদের সফরে যাওয়ার ঘটনা এই প্রথম নয়।’
এ দুই তারকার পরিচয় একটি পণ্যের শুটিংয়ে। তারপরই প্রেম। এরপর কতো না নাটক! কে জানে এবার হয়তো ভাঙ্গতেই যাচ্ছে কোহলি-আনুশকার সম্পর্ক!
http://youtu.be/hzirRPgpMaw
http://youtu.be/NGYO1adV-5U
Discussion about this post