নতুন করে স্বপ্ন বুনছে পাকিস্তান। তাদের দেশে একটি মাত্র টি-টুয়েন্টি ম্যাচ খেলে এসেছে শ্রীলঙ্কা। তারপরই নড়েচড়ে বসেছেন দেশটির ক্রিকেট কর্তারা। এবার দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দারুন আশাবাদী পিসিবি। এর অংশ হিসেবে নিজেদের মাঠে ক্রিকেট সিরিজে বাংলাদেশকে আমন্ত্রন জানাতে চায় পাকিস্তান। সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রন জানানোর কথা ভাবছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।
সহসাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
নাজাম শেঠি বলেন, ‘আমরা বাংলাদেশ, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে আগামী বছর পাকিস্তানে খেলানোর ব্যাপারে চেষ্টা করছি। আশা করছি আগামী ১২ মাসেই তারা সফর করবে।’ অবশ্য এনিয়ে বিসিবি কিছুই জানে না।
অবশ্য জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু নির্ধারিত সেই সফর বাতিল করে দেয় পিসিবি। এনিয়ে দুই বোর্ডের সম্পর্কটা দারুণ শীতল। যদিও পাকিস্তান সফরে অনীহা আছে টেস্ট খেলুড়ে দেশগুলোর।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানে নেই আন্তর্জাতিক ক্রিকেট। শুধু জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বিশ্ব একাদশ একটি করে সিরিজ খেলে পাকিস্তানে। যেখানে তারা পেয়েছে ভিভিআইপি নিরাপত্তা। তাইতো মধ্যপ্রাচ্যকেই নিজেদের হোম ভেন্যু করে নিয়েছে পিসিবি।









Discussion about this post