ঢাকা টেস্টের আকাশে রোমাঞ্চের মেঘ! জয় দেখছে দুই দলই। বাংলাদেশ-ভারত জিততে পারে যে কেউ!
এই দৃশ্যপট নিয়েই শেষ হলো মিরপুর টেস্টের তৃতীয় দিন। রোববার চতুর্থ সকালে কী চমক অপেক্ষা করছে কে জানে? বড়দিনে বাংলাদেশ ক্রিকেটেও কী বড় দিন আসছে? -এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারপাশে।
যদিও নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাটকে নিয়ে দিনের শেষ ১৯ বল কাটিয়ে দিলেন অক্ষর প্যাটেল। তারপরও এগিয়ে টাইগাররা। ২৩ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৪৫। ৮ বলে তিন রানে উইকেটে উনাদকাট। চারে নেমে ৫৪ বলে ২৬ রান অক্ষরের।
ঢাকা টেস্টে জয়ের জন্য ভারতের চাই আরও ১০০ রান, বাংলাদেশের শেষ ৬ উইকেট। এটা নিশ্চিত ফল এসে যেতে পারে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই।
শনিবার বিকেলে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। তৃতীয় দিনেই যেভাবে উইকেটে স্পিন ধরছে তাতে বাংলাদেশ এগিয়ে থাকছে। এদিন বিকেলে ভারতের চারটি উইকেটের চারটিই তুলেছেন স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ ৮ ওভারে ৩ মেডেনসহ ১২ রান দিয়ে তুলেন ৩ উইকেট। সাকিব নিয়েছেন ১টি উইকেট।
শুবমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি- কেউ যেতে পারেননি দুই অঙ্কে। অন্যদের এভাবে হতবাক করলে জয় হয়তো ধরা দেবে বাংলাদেশের হাতে। মিরপুরের উইকেটে স্বল্প পুঁজি নিয়ে লড়াই করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকেও এমন উইকেটে হারিয়েছেন মিরাজ, সাকিব, তাইজুলরা।
এবার কী তবে ভারত বধের গল্প লেখা হবে?
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১/১০
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৫) ২৩ ওভারে ৪৫/৪ (গিল ৭, রাহুল ২, পুজারা ৬, প্যাটেল ২৬, কোহলি ১, উনাদকাট ৩; সাকিব ৬-২-২১-১, তাইজুল ৮-৪-৮-০, মিরাজ ৮-৩-১২-৩, তাসকিন ১-০-৪-০)
Discussion about this post