এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের ট্রফি জিতলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন জিততে সার্বিয়ার তারকা জোকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪ ও ৬-১ হারান তিনি। এটি তার ১৩তম গ্র্যান্ড স্লাম ট্রফি। ইনজুরি কাটিয়ে উঠে এ বছর ১২ ফাইনাল খেলে ১০টিরই শিরোপা জিতেছেন নাদাল।
সোমবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়ে দ্বৈরথের এক নতুন ইতিহাস গড়লেন জোকোভিচ এবং নাদাল। নিজেদের মধ্যে ৩৭তম ম্যাচ খেলে দু’জন ছাড়িয়ে গেলেন গ্রেট জন ম্যাকেনরো ও ইভান লেন্ডলের ২৬ লড়াইয়ের রেকর্ড।
শিরোপা জেতার পর মুহুর্তে আবেগে উচ্ছসিত হয়ে পড়েছিলেন নাদাল। বলেন ‘ নোভাকের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। ওর বিপক্ষে সেরাটা না খেলে উপায় নেই। সামর্থের শেষ বিন্দু দিয়ে ওর বিপক্ষে খেলতে হয়। কাজেই এমন জয়ে আবেগ তো ছুয়ে যাবেই। আর এটাও বলব টেনিসের গ্রেট খেলোয়াড়দের তালিকায় নোভাকও থাকবে।’ হেরে হতাশ হলেও নাদাল প্রশংসায় ভাসিয়ে দিতে কার্পণ্য করেননি জোকোভিচ। এমনকি ২৬ বছর বয়সী এ টেনিস তারকা মানছেন, তার শীর্ষস্থানটাও এখন শঙ্কায়। সেটার দখল নিতেই পারেন নাদাল। বলেছেন ‘শিরোপাটা রাফার প্রাপ্য ছিল। দুর্দান্ত খেলেই ও আজ জিতেছে। ২৭ বছরেই ১৩টি গ্র্যান্ড স্লাম! সত্যিই অবিশ্বাস্য।’
Discussion about this post