টপ এন্ড টি–টোয়েন্টিতে ছন্দ খুঁজে পাওয়া গেল না বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং-বোলিংয়ে। ডারউইনে মেলবোর্ন স্টার্সের কাছে আজ ৩ উইকেটে হেরে কার্যত টুর্নামেন্ট থেকেই বিদায় নিল নুরুল হাসান সোহানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথেই ছন্দ হারায় বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ (২১ বলে ১৯) আবারও ধীরগতির ব্যাটিংয়ে সমালোচনা ডেকে আনলেন। সঙ্গী জিসান আলম ১৩ রান করে ফেরার পর কিছুটা জুটি গড়েন সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে কেউই ফিফটি পূর্ণ করতে পারেননি। সাইফ করেন ৪৫, সোহান ৩৩। শেষ দিকে ইয়াসির আলির ১৭ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশকে এনে দেয় ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ।
জবাবে দুর্দান্ত শুরু করলেও দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মেলবোর্ন। একসময় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে এসেছিল। কিন্তু এরপর জোনাথন মার্লো ঝড় থামাতে পারেনি টাইগার বোলাররা। ৩৮ বলে তার ৬১ রানের ইনিংসে ভর করে শেষ দিকে ক্রিশ্চিয়ান হোকে নিয়ে সহজ জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্স।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। কিন্তু চাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছেন অন্যরা।
এই নিয়ে টুর্নামেন্টে তৃতীয় হার দেখল বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালের সমীকরণ এখন আর তাদের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বাস্তবে বলতে গেলে বিদায় ঘণ্টাই বেজে গেছে টাইগারদের জন্য।
Discussion about this post