সীমানা ছাড়িয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাচ্ছে ভারতেও। প্রথমবারের মতো সবগুলো ম্যাচই সম্প্রচার করবে সনি-ইএসপিএন। গত বছর নিও স্পোর্টসে দেখা গিয়েছিল বিপিএল। এবার তারা নেই।
বুধবার টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল নাইন কর্তৃপক্ষ জানাল, ভারতের টিভি চ্যানেল সনি-ইএসপিএন প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ সরাসরি দেখাবে। এখানেই শেষ নয়, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের সবগুলো দেশ বিপিএলের ম্যাচ সরাসরি দেখাবে। প্রাইম স্পোর্টস, পাকিস্তানে জিও টিভি খেলা সরাসরি সম্প্রচার করবে।
সরাসরি সম্প্রচারের জন্য চ্যানেল নাইন মাঠে ২৮টি ক্যামেরা ব্যবহার করছে এবার। আছে আলট্রা মোশন প্রযুক্তি। জানা গেল এবার থাকছে পিচ ক্যামেরা ও আম্পায়ার ক্যামেরা।
চ্যানেল নাইন নিশ্চিত করল-বিপিএলে এবার সঞ্চালকের দায়িত্বে থাকবেন ভারতের শিনা চৌহান ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী আমব্রিন।
Discussion about this post